আর্জেন্টিনার জন্য মেসি কাঁদে : মেসির মা
ক্লাব পর্যায়ে যেমন চাপ নিয়ে খেলে থাকেন মেসি, জাতীয় দলের হয়ে তা পারেন না। মেসির বিরুদ্ধে এমন অভিযোগটা পুরনো নয়। তবে মেসিও জাতীয় দলের জন্যে নিজের সর্বস্ব দিয়েই চেষ্টা করেন। চেষ্টা করেন দলকে কিছু জেতাতে। যখন পারেন না তখন নিজের ব্যর্থতার দিনে কষ্টে মুষড়ে পড়েন।
এমনটিই জানিয়েছেন লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি। তিনি জানান, ‘আমরা তাকে অনেকসময় কাঁদতে ও কষ্ট পেতে দেখি। এটা কষ্টকর যখন তারা বলে জাতীয় দলের জন্য সে একই কষ্ট করে না। কারণ এটা তেমন কিছু নয়। বিশ্বকাপ জিততে যে প্রথম মানুষটা চায় সে-ই মেসি। সৌভাগ্যবশত, মানুষ তাকে ভালোবাসে এবং সে এটা গ্রহণ করে। সে এগুলোকে প্রচুর গুরুত্ব দেয়।’
এছাড়া মেসির বিশ্বকাপ স্বপ্ন নিয়ে তার মা বলেন, ‘আমি তাকে অনেক আশা করতে দেখি। কারণ তার স্বপ্নই হচ্ছে, বিশ্বকাপটিকে ঘরে আনা এবং বিশ্বকাপ জেতা। এটিই তার অনেকগুলো স্বপ্নের মধ্যে অন্যতম একটি।’
এছাড়া মেসির প্রতি শুভকামনাও জানিয়েছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি। তিনি বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি। তাকে নিজের খেয়াল রাখতে বলেছি। আমি তাকে বলেছি শুধু উপভোগ করতে, সে গ্রান্দোলিতে খেলার সময় যেমন উপভোগ করতো।’(জাগোনিউজ২৪.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ জুন