মাদক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকারপাথরঘাটা পৌরশহর পরিচ্ছন্ন অভিযানে আওয়ামীলীগ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশি ভাগাভাগি করতে কিছু সংখ্যক যুবক আত্মীয়-জনদের বাড়ি না গিয়ে এক দলবদ্ধ হয়ে পরিচ্ছন্ন অভিযানে নামে। আত্মীয়দের বাড়ি না গিয়ে, বন্ধুদের নিয়ে ঘূরে বেড়াতে না গিয়ে ঈদের আনন্দের অংশ হিসেবে আওয়ামীলীগ, রাজনৈতিক দল এবং স্থানীয় উদ্যোমী যুবকরা একটি ব্যতিক্রম কাজে ব্যস্ত; ঈদ পুর্বাপর পাথরঘাটা পৌর শহরের দোকানীদের ব্যবহৃত বর্জে নোংরা রাস্তা পরিস্কারে নেমেছেন উদ্যোমী যুবকরা। শুধু তাই নয়, যুবকরা পাথরঘাটাকে মাদক ও দুর্নীতিমুক্ত করারও অঙ্গীকার করেন।
ঈদের পুর্ব এবং পরবর্তী সময়ে পাথরঘাটা পৌর শহরের ব্যবসায়ীদের ফালানো ময়লা আর্বজনায় পৌর শহর ভাগারে পরিণত হয়েছিল। পৌর শহরের মানুষ অসহ্য যন্ত্রনায় ভুগছিল। ঠিক অসহ্য যন্ত্রনা থেকে মুক্তির জন্য একদল যুবক পরিস্কার অভিযানে নেমেছেন। এ মহৎ কাজকে সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।
১৭ জুন রাতে পাথরঘাটা পৌর শহরে শেখ রাসেল স্কয়ারে কারো হাতে ঝাড়ু, কারো হাতে হাত মুজো আর কারো হাতে প্লাষ্টিকের ময়লা উঠানোর ছোট বেলচা। রাত প্রায় ১২ টা পর্যন্ত দেখা গেছে এ ব্যতিক্রমই উদ্যোগ। কিছু সংখ্যক যুবক সারিবদ্ধভাবে ঝাড়ু দিচ্ছে আর কেউ কেউ ময়লা-আবর্জনা হাত দিয়ে উঠিয়ে বস্তায় ভরে ভ্যানের মাধ্যমে অন্যত্র নিয়ে যাচ্ছে। এ মহৎ কাজে অংশগ্রহণ করতে দেখা গেছে, উপজেলা আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচছাসেবী সংগঠন ‘আস্থা’ বাতিঘর, ফেসবুকে গ্রপ ‘প্রিয় পাথরঘাটা’সহ বিভিন্ন স্তরের মানুষ। এ সময় ঝাডু হাতে দেখা গেছে, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. জাবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমান জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি এনামুল হোসাইন বেল্লাল, স্বেচছাসেবী সংগঠন ‘আস্থা’র সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
অ্যাডভোকেট জাবির হোসেন, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল, নাসির উদ্দিন সোহাগ ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, ঝাড়ু দিয়ে পৌর শহরকে পরিস্কার করেছি, এভাবেই এই ঝাড়ু দিয়েই আমরা পাথরঘাটাকে মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছি।
পাথরঘাটা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন বলেন, পাথরঘাটা পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নিত হলেও উন্নয়নের দিক থেকে কোন উন্নয়ন হয়নি। মনে হয় পৌর মেয়রের কোন দায়িত্ব নেই। শহরের এমন অবস্থা দেখেও পরিস্কার পরিচ্ছন্ন করতে দেখা যায়নি পৌর কর্তৃপক্ষের। স্বেচছাসেবী সংগঠনের এ উদ্যোগকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ জুন