পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী গাবতলা স্কুল সংলগ্ন এলাকায় পুকুরে ডুবে সহোদরের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ জুন) সন্ধ্যার পর দুই শিশুর মরদেহ খুঁজে পায়া যায়।
নিহতরা হলো- উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী গাবতলা স্কুল সংলগ্ন রিপন সরদারের ছেলে মিরাজ (৪) ও মেহেদী (৬)।
নিহতের দাদা খালেক সরদার জানান, তার দুই নাতি কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বিকেলেও তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। বিকেল ৫টার দিকে পুকুরপাড়ে ওই দুই শিশুর কাপড় পাওয়া গেলে স্বজন ও এলাকাবাসী পুকুরে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে সন্ধ্যার পর এলাকাবাসী পুকুরে ওই দুই শিশুর মরদেহ খুঁজে পায়। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ জুন