অ্যাম্বুলেন্স ভাংচুরের প্রতিবাদে বরগুনায় সার্ভিস বন্ধ
বরগুনায় হাওলাদার নামে একটি অ্যাম্বুলেন্স ভাংচুরের ঘটনার প্রতিবাদে সার্ভিস বন্ধ করে দিয়েছে বরগুনা অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
শনিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে রোগী আনতে গেলে অপরপক্ষের হামলায় অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে রোগীকে চিকিৎসার জন্য এম্বুলেন্সযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন সেই এ্যাম্বুলেন্স ভাংচুর ও রোগীকে মারধর করেছে।
বরগুনা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রাখান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)