বরগুনায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
বরগুনা সদর উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ মিলন হাওলাদার নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুন) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মিলন হাওলাদার ওই এলাকার বাসিন্দা জেন্নাত আলী হাওলাদারের ছেলে।
বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ জামান বলেন, গোপনা সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধূপতি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ মিলনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)