পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ সম্প্রসারণের দাবি, উপজেলা চেয়ারম্যানের আশ্বাস
কাজী রাকিব পাথরঘাটা নিউজঃ পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের জায়গায় সংকুলান না হওয়ায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি ও মুসল্লী ইঞ্জিনিয়ার আবু জাফর মোঃ সালেহ (সালেহ কাজী) মুসল্লীদের পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন এর কাছে মাঠ পুর্ব দিকে সম্প্রসারণের জন্য দাবি করেন।
সালেহ কাজী বলেন ঈদগাহ ময়দানে পূর্ব দিকে ঈদগাহ মাঠের এক অংশ বালু দিয়ে ভরাট করা হয়েছে কিন্তু সেখানে নামাজ আদায় করার মতো পরিবেশ নেই। আগামী ঈদুল আজহার পূর্বে ঐ অংশে নামাজের পরিবেশ তৈরি করতে দাবি জানান।
এই দাবির পরিপ্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, মসজিদ কমিটি, পৌর মেয়র ও সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ করে পূর্ব দিকের ওয়াল ভেঙে সম্পুর্ন মাঠ সম্প্রসারণের উদ্যেগ উপজেলা পরিষদ এর পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে।