সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঈদের খুৎবাঃ মুসলিম উম্মাহর শান্তি কামনায় পাথরঘাটায় দোয়া
কাজী রাকিব পাথরঘাটা নিউজঃ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঈদের খুৎবায় জোরালো বক্তব্য দিলেন পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ এর খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি আরবী ভাষণে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশকে বাঁচাতে হলে মাদক সিন্ডিকেট যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস ও মাদকের ব্যাপারে সামাজিক সচেতনতারও কোনো বিকল্প নেই। এব্যাপারে ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতার উন্মেষ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই যারা মাদকাসক্ত হয়েছে তাদেরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সুস্থধারায় ফিরিয়ে আনতে হবে।
ঈদের জামাতের শেষে মিলাদ-কিয়ামের পর নিপিরিত নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য বিশেষ করে বাংলাদেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)