বরগুনায় পরিচ্ছন্নতাকর্মী ও পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় পরিচ্ছন্নতাকর্মী ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরগুনার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শুক্রবার (১৫ জুন) দুপুর ১২টায় বরগুনার পুলিশ লাইন্সে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বরগুনার পুলিশ নারী কল্যাণ সমিতি (সুনাম)-এর সভাপতি রত্না হালদার।
বরগুনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে এবং সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র আর্থিক সহায়তায় আয়োজিত ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন \ বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)