পাথরঘাটায় পুলিশের ঈদ সামগ্রী বিতরণ
পাথরঘাটায় আত্মসমর্পনকারি মাদক ব্যাসায়ী ও সেবন কারিদের পরিবারের মাঝে বরগুনা জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ১০টার সময় পাথরঘাটা থানার ওসি মোল্লা মোঃ খবির আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ১৮টি পরিবারের প্রত্যেকের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে সামগ্রী পৌছে দেন।
পাথরঘাটা থানার ওসি মোল্লা মোঃ খবির আহম্মেদ পাথরঘাটা নিউজকে জানান, বাংলাদেশ পুলিশের বরগুনা জেলা পুলিশ পরিদর্শক বিজয় বসাক মাদক ব্যাবসায়ী ও সেবন কারিদের সুশিল সমাজে ফিরে এসে ভাল হওয়ার জন্য একবার করে সুযোগ দিয়েছেন। এতে করে পাথরঘাটার ১৮ জন মাদক ব্যাবসায়ী ও সেবন কারিরা আত্মসমার্পন করে। তাদেরকে পূর্ণবাসন করার জন্য প্রথম পর্যায়ন ক্ষুদ্র ব্যাবসায় তাদের (ব্যাবসায়ী ও সেবন কারি) চাহিদা মতো ব্যাবসায়ীক সামগ্রী দেয়া হয়েছে। এর পর থেকে এসব মাদক ব্যাসায়ীরা পুলিশের তদরকিতে সাবলম্বী হন। এ কারনে ঈদের শভেচ্ছা হিসাবে তাদেরকে প্রত্যেক পরিবারের জন্য ৩ কেজি সেমাই ২ কেজি গুরো দুধ, চিনি ৪ কেজি ও মসলা সামগ্রী দেয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১8 জুন