এক সাথে পাঁচ সিনেমায় আরিফিন শুভ
বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর ব্যস্ততা এখন আকাশচুম্বী। বড় পর্দায় অভিষেকের পর থেকে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে পেয়েছেন অসংখ্য ভক্তকুল। এর মধ্যে গত বছরের শেষ দিকে ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে কাঁপিয়েছেন হল। পেয়েছেন ভক্ত-সমালোচকদের প্রশংসাও। তারই ধারাবাহিকতায় একসঙ্গে পাঁচটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়ক। এর মধ্যে কলকাতার সিনেমা দুটি আর দেশীয় তিনটি।
ভারতের বিখ্যাত নির্মাতা অরিন্দম শীলের ‘বালিঘর’, বাংলাদেশের বরেণ্য অভিনেতা আলমগীরের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’, পাশাপশি জাহিদ রেজোয়ানের ‘মৃত্যুপুরি’, কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং শিহাব শাহিনের ‘মনফড়িং’। প্রতিটি ছবিতেই ভিন্নধর্মী আর ভিন্ন লুকের শুভকে দেখতে পাবেন দর্শকরা।
ছবি নিয়েই দারুণ আশাবাদী শুভ, ‘অরিন্দম শীলের ছবিতে অভিনয় করছি এছাড়াও আলমগীর স্যারের ছবি মুক্তির অপেক্ষায় আছে। আরও যে কয়টি ছবি রয়েছে সবগুলোইতেই নিজেকে আলাদাভাবে উপস্থাপন করব। আশা করি ছবিগুলো দর্শকদের মন জয় করবে।
শুভ আরো বলেন, এখন ঢালাওভাবে করার ইচ্ছে নেই। বাছাইকৃত গল্প থেকেই কাজ করছি। এজন্যই ভালো ভালো নির্র্মাতাদের সঙ্গে ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।
এ এম বি / পাথরঘাটা নিউজ