বিশ্বকাপে মেসিকে নিষিদ্ধের দাবি
অনলাইন ডেস্কঃ ফুটবল জাদুকর মেসিকে নিয়ে অনেকে অনেক ধারণা করে। কেউ বলে থাকেন তিনি ভিন্ন গ্রহের মানুষ। তবে এবার আরও জোড়ালো দাবি নিয়ে আসছেন ইরানের কোচ কার্লোস কুইরোজ। তার কথার পেছনে যুক্তিও রয়েছে। মেসির বয়স চলছে ৩০। এ বয়সে একজন ফুটবলারের ফর্ম পড়তির দিকে ধাবিত হয়। সেখানে উল্টো চিত্র লিওনেল মেসির ক্ষেত্রে। বয়স যত বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার, আরও পরিণত হয়ে উঠছেন ছোট ম্যাজিসিয়ান।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বরাবরের মতো এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন।প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। সব দিক আমলে নিয়ে তাকে মানুষ ভাবতে সমস্যা হচ্ছে ইরানি কোচের। তাই মানুষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারকে নিষিদ্ধ করতে ফিফার কাছে আর্জি জানালেন তিনি।
বাঁচা-মরার ম্যাচে হ্যাটট্রিক করে ইকুয়েডরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তাও ওয়ান্ডার ম্যানের একক নৈপুণ্যে। তার ডানায় ভর করে ট্রেবল জেতার রেসে আছে বার্সেলোনা।
অবশ্য কৌতুকের ছলে এমন আর্জি জানিয়েছেন ইরান বস। মেসিকে নিয়ে ফিফা ডটকমকে তিনি বলেছেন, আমি বারবারই বলি; সে অনন্যাসাধারণ ফুটবলার। ও ভিনগ্রহের ফুটবলার। যদি মানুষ হতো, তাহলে ওই ম্যাচে এরকম করতে পারত না।
ওই ম্যাচ বলতে কুইরোজ বুঝিয়েছেন গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ইরানের লড়াই। যেখানে ড্রয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এশিয়ার ফুটবল পরাশক্তি। তবে ইনজুরি টাইমে মেসির গোলে জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
লড়াকু কুইরোজ কখনো হারকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। তবু হারতে হয়েছিল। শেষ মুহূর্তে হারটি ছিল পীড়াদায়ক। তবে কেউ যখন জাদুকরী কিছু করে ফেলে, তা না মেনে নিয়ে উপায় কী? এ রহস্যের কারণে এখনও বিশ্বের সেরা গেম ফুটবল।
দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ-২০১৮। ফুটবলের বিশ্ব মঞ্চে ভালো করতে ভীষণ আশাবাদী ইরান। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে পর্তুগালের সঙ্গে। যে দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো দুনিয়া কাঁপানো আরেক ফুটবলার।
এ নিয়ে দারুণ রোমাঞ্চিত, শিহরিত সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল কোচ, সেটি আমাদের জন্য বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে। গ্রেট ফুটবলারদের সঙ্গে খেলা অবশ্যই বিশেষ কিছু। কোনো সন্দেহ নেই, সে বিশ্বের আরেক সেরা খেলোয়াড়।
এ এম বি / পাথরঘাটা নিউজ