পাথরঘাটায় এতিম ও দুস্থ্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১১ জুন ২০১৮

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারন সম্পাদক জাফর ইকবাল, একতা বন্ধু সংগঠনের সহ-সভাপতি রনি, সাধারন সম্পাদক মো. ফাহিম, ক্যাসিয়ার মো. রাসেল খান প্রমুখ।
পাথরঘাটায় এতিম, অসহায় ও পথশিশুদের মাঝে মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছেন পাথরঘাটা কলেজ ছাত্র-ছাত্রীদের গঠিত “একতা বন্ধু সংগঠন”র শিক্ষার্থীরা।

সোমবার (১১ জুন) সকাল ১০ টার সময় পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজনে পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৩০জন এতিম, অসহায় ও পথশিশুদের মাঝে মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়। এসময় পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার ব্যাক্তিগত তহবিল থেকে এই শিশুদের মাঝে ৩হাজার টাকা প্রদান করেন।

ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার জেবু, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারন সম্পাদক জাফর ইকবাল, একতা বন্ধু সংগঠনের সহ-সভাপতি রনি, সাধারন সম্পাদক মো. ফাহিম, ক্যাসিয়ার মো. রাসেল খান প্রমুখ।
ঈদ বস্ত্র বিতরণ
এসময় পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি ভাল উদ্যোগ। পাথরঘাটার প্রত্যান্ত অঞ্চলের জেলে সম্প্রদায়ী মানুষের অভাবি পথ শিশুরা প্রতি বছর ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়। ঈদে তাদের নতুন জামাকাপর পায় না। এ বছর অল্প কিছু এতিম, অসহায় ও পথশিশুদের ঈদ আনন্দে হাসি ভাগাভাগি করে নিয়েছে তারা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)