ঝড়ে কুয়াকাটায় ঘরবাড়ি বিধ্বস্ত, নারী-পুরুষসহ আহত ১০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১১ জুন ২০১৮

ফাইল ছবিপটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের হুসেনাপাড়া ও পাঞ্জুপাড়ায় আকস্মিক ঝড়ের আঘাতে নারী-পুরুষসহ কমপক্ষ ১০ জন আহত হয়েছেন। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৫০টি টিনের ঘরবাড়ি।

রোববার (১০ জুন) দিবাগত রাত ৩টা থেকে শুরু হয়ে সোমবার (১১ জুন) ভোর পর্যন্ত ওই এলাকায় টর্নেডোর মতো এই ঝড় আঘাত হানে।

আহতরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত।

গ্রস্তরা জানায়, রাতে ঝড়ের আঘাতে বেড়িবাঁধের বাইরের প্রায় ৫০টি ঘরবাড়ি মুহূর্তেই উড়িয়ে নিয়ে যায়। এ সময় শতাধিক ছোট-বড় গাছপালা ভেঙে যায়। বেশ কয়েকটি গবাদি পশু মারা যায়। উপড়ে গেছে কয়েকটি টিউবয়েল। ঝড়ে গবাদি পশুর মৃত্যু। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই জেলে পরিবারের সদস্য। বর্তমানে এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের খাবার, বিশুদ্ধ পানির সংকট নিয়ে বসবাস করছেন। তাদের মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কুয়াকাটা পৌর প্রশাসন।

কুয়াকাটা পৌর মেয়র আব্দুর বারেক মোল্লা জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও পানি সরবারহ করা হচ্ছে। তাদের পুনর্বাসনে পূর্ণ সহযোগিতা করা হবে।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)