প্রচণ্ড গরমে পাথরঘাটায় স্বস্তির বৃষ্টি
রমজানের শুরুত থেকে সম্প্রতি কয়েকদিন ধরেই গরমের আকার বেশ প্রকট আকার ধারণ করছিল। দক্ষিনাঞ্চলসহ সারাদেশের মানুষজনও এই গরমে হাপিয়ে উঠেছিল প্রায়। গ্রীষ্মকালে গরম থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এ গরম যেন অসহ্য।
রবিবার (১০ জুন) দুপুর থেকেই হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে।
এর কিছুক্ষণ পরেই মেঘে ঢাকা কালো আকাশ থেকে প্রবল বৃষ্টি ঝড়া শুরু করে। রাস্তায় থাকা মানুষজন বৃষ্টির কারণে বিপাকে পড়ে। পূর্ব প্রস্তুতি না থাকায় অনেকেই বৃষ্টিতে ভিজে এবং তাদের সাথে থাকা যাবতীয় জিনিসপত্র ভিজে যায়।
এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, দেশে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে। এটি দু’একদিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়বে। এরপর আবারও কমবে। আর বৃষ্টিপাত কমলেই গরম আবারও বাড়বে। বর্তমানে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে একটি নিন্মচাপ। যে কারণে সাগর উত্তাল রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ জুন