কলাপাড়ায় ছুরিকাঘাতে হোটেল শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় হোটেল শ্রমিক সোলায়মানের ছুরিকাঘাতে নয়ন (১৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুন) ভোরে হোটেলের অপর এক শ্রমিকের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। তাই দুইজনই কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন আলমের হোটেলের কাজ করতো।
নয়ন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামের খোকন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুই কিশোরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হোটেল শ্রমিক সোলায়মান নয়নের শ্বাসনালিতে ছুড়ি ঢুকিয়ে দেয়। এতে নয়ন গুরুতর আহত হয়। ভোরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।
সোলায়মান বরগুনা জেলার আমতলী উপজেলার কলংক গ্রামের মৃত আবুল বাসার শিকদার ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলী আহমেদ জানান, এ ঘটনায় সোলায়মানকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়ভার স্বীকার করেছে সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ জুন