পাথরঘাটায় বিএনপির নতুন কমিটি ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১০ জুন ২০১৮ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১০ জুন ২০১৮

পাথরঘাটায় বিএনপির পাল্টাপাল্টি অভিযোগপাথরঘাটায় বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অযোগ্য লোকদের গুরুত্বপূর্ন পদ দেয়া ও ত্যাগী নেতাদের নিম্ন পদে রাখার কারনে দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৯ জুন) বরগুনা জেলা বিএনপি পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা করার পর এই উত্তেজনা দেখা দেয়। এব্যাপারে বিএনপি নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন অভিযোগ তুলে পৃথক ভাবে শুক্রবার সকাল ১০ টায় ও রোববার (১০ জুন) বেলা ১০টার দিকে পৃথক সংবাদ সাম্মেলন করেছেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির নতুন কমিটির সহ-সভাপতি চৌধুরী মোঃ ফারুক ও মোঃ হাবিবুর রহমান বলেন, গত ৫ জুন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ঢাকা থেকে তার একটি সুপারিশকৃত কমিটি বরগুনা জেলা কমিটির কাছে অনুমোদন করার জন্য পাঠানো হয়। ওই কমিটিতে যাদের নাম রাখা হয়েছে, তারা আ’মীলীগের এজেন্ট। গত পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরোধীতা করে আ’লীগ প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্র দখল করে জোর পুর্বক ধানের শীষের এজেন্টেদের বের করে দিয়েছে এবং নৌকার প্রতিকের ভোট কেটেছে। তা ছাড়া নতুন কমিটিতে যাকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে সেই ব্যাক্তি পাথরঘাটার কোন স্থায়ী বাসিন্দা না। তিনি বরগুনার বাসিন্দা। তারা আ’লীগের লেজুর বিত্তিক রাজনীতি করছে। তা ছাড়া একই পরিবারে লোকদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জনকে ভাইটাল পদে রাখা হয়েছে।

এসব অভিযোগের বিত্তিতে নতুন কমিটির সভাপতি এম মতিউর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক এ্যডভোকেট জিয়া উদ্দিন পাল্টা সম্মেলন করে বলেন, দলের সকলের মতামততে বিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তারা দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে চায়। বরগুনা জেলা বিএনপি পাথরঘাটার কমিটির তালিকা যাচাই বাছাই করে ঘোষনা করেছেন।

এসময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা, সাধারন সম্পাদক এ্যাড. জিয়া উদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক একেএম রফিকুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চাপরাসি, সাধারন সম্পাদক মো. হারুন-আর-রসিদ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি এরফান আহমেদ সোয়েন, পৌর আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো. বাকিবিল্লা ফরাজী, পৌর

বরগুনা জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা জানান, বিএনপি কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের সুপারিশকৃত কমিটি নিয়ে আমরা যাচাই করে সঠিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ভবিষ্যতে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এই কমিটি বিশেষ ভুমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)