পটুয়াখালীতে মা-বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
পটুয়াখালীর দুমকিতে ঈদের কেনাকাটা নিয়ে মা-বাবার সাথে অভিমান করে সুমনা আক্তার (১৪) নামের কিশোরী স্কুল ছাত্রী গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসপাতাল সড়কে ওই স্কুলছাত্রীর বসত:ঘড়ের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে পড়ে।
পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যু ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার দুমকি গ্রামের হাসপাতাল সড়কের আবুল কালাম হাওলাদারের কিশোরী কন্যা দুমকি এনকে আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার ঈদের কেনাকাটা নিয়ে মা-বাবার সাথে অভিমান করে গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজনের নজর এড়িয়ে বসত:ঘড়ের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। ঘরের লোকজন তাৎক্ষনিক দেখে তাকে নামিয়ে অজ্ঞান অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তার মৃত্যু নিশ্চিৎ করে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় ভাবে লাশ দাফনের জোড়ালো তদ্বির চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুন