ঝালকাঠিতে ১০ টাকার চালসহ আটক ২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ৯ জুন ২০১৮

১০ টাকার চালসহ আটক ২ঝালকাঠিতে সরকার নির্ধারিত ১০ টাকা কেজি মূল্যের চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ জুন) দুপুরে ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চালসহ তাদের আটক হয়।

আটক দুই ব্যক্তি হলেন, নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন ও ব্যবসায়ী কামাল ফকির।

ঝালকাঠি সদর থানা ওসি শোনিত কুমার গাইন জানান, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামাল ফকিরের দোকানে মজুত অবস্থা পাওয়া য়ায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আতাহার মিয়া সদর থানার উপ-পরিদর্শক হরিদাসকে সাথে নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন আরও জানান, আটক হওয়া ২ জন চাল ডিলারকে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।(সূত্রঃ বিডি-প্রতিদিন)

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আতাহার মিয়া জানান, এ চাল বাইরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)