পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. জাবির হোসেনের সাথে প্রধানমন্ত্রী কুশল বিনিময়

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ৯ জুন ২০১৮ | আপডেট: ০৯:২৪ পিএম, ১১ জুন ২০১৮

এ্যাড. জাবির হোসেনের সাথে প্রধানমন্ত্রী কুশল বিনিময়দেশের আইনজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ জুন) সন্ধ্যায় সারা দেশের আইনজীবীদের সম্মানে গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের বিভিন্ন স্থানের আইনজীবীগণ এই ইফতারে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল গুরে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এসময় পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট জাবির হোসেন এর সাথেও কুশল বিনিময় করেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার কাছে পাথরঘাটার রাজনীতি সম্পর্কে জানতে চান এবং খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত অন্যান্যদের এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন, সিলেট জেলা বার অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা বার অ্যাসোসিয়েশন, দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, শরীয়তপুর জেলা বার অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এন এ এস/এএসএমজে/পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)