কাঁঠালিয়ায় নির্বাচন অফিস কর্মচারীকে মারধর, মামলা
কাঁঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. মুজিবুর রহমানকে মারধর করার অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত বুধবার (৬ জুন) আওরাবুনিয়া এলাকায় তিনি হামলার শিকার হন।
এ ঘটনায় বুধবার রাতে আহত কর্মচারী বাদী হয়ে রিয়াজ নকিবকে আসামি করে একটি মামলা করেন।
জানা গেছে, মুজিবুর রহমান অফিস প্রদত্ত একটি তদন্ত নোটিশ উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের হাফিজ নকিবের কাছে পৌঁছে দিতে যান। হাফিজ নকিবের ভাই রিয়াজ নকিব নোটিশ হাতে নিয়ে তা ছিড়ে ফেলে ছুড়ে দেয়। এ সময় কর্মচারীকে গালাগাল এবং ডাটা এন্ট্রি অপারেটর ও উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি খেয়ে ফেলার হুমকি দেন। এক পর্যায়ে রিয়াজ নকিব ওই কর্মচারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়ন্তী রানী চক্রবর্তী তাদের কর্মচারীকে মারধর করার কথা নিশ্চিত করে বলেন, মুজিবুর নোটিশ নিয়ে আওরাবুনিয়া এলাকায় নোটিশ গ্রহীতার কাছে গেলে মারধরের শিকার হন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুন