মঠবাড়িয়ার সমাজসেবা কর্মকর্তাকে হত্যাচেষ্টার তদন্ত
মঠবাড়িয়ার সমাজসেবা কর্মকর্তাকে হত্যাচেষ্টা ও ভাংচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুল্লাহ আল মামুন, উপপরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস ও সহকারী পরিচালক এম এম ফজলুল করিম ঘটনাস্থল মঠবাড়িয়ায় উপস্থিত হয়ে প্রতক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন।
তদন্ত কমিটি ঘটনার সময় উপস্থিত উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীর মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বার আবদুল গফফারের বিভিন্ন দুর্নীতির তথ্য পেশ করেন।
সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুল্লাহ আল মামুন তদন্তকালে সাংবাদিকদের জানান, দায়িত্ব পালনের সময় একজন সরকারি কর্মকর্তার ওপর হামলা ও অফিস ভাংচুর দুঃখজনক। তদন্তে দোষী প্রমাণিত হলে আবদুল গফফারসহ অন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
উল্লেখ্য, মঠবাড়িয়া হাজি গুলশান আরা শিশু সদন এতিমখানায় ৬০ জন ভুয়া এতিমের নামে সরকারি বরাদ্দ না দেওয়ায় এতিমখানার সভাপতি আবদুল গফ্ফার ও তার ভাড়া করা দলবল রোববার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষে ঢুকে তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম ও অফিস ভাংচুর করে। এতে জড়িত থাকায় গফ্ফারসহ দু’জন জেলহাজতে রয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুন