আমতলীতে তিন জুয়াড়ীর জেল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ৭ জুন ২০১৮

তিন জুয়াড়ীর জেলআমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল হক হাওলাদার বাড়ীর পরিত্যাক্ত একটি ঘর থেকে বুধবার গভীর রাতে তিন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুন) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির তিন জুয়ারীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আটককৃতরা হল, খবির হাওলাদার (৪০), আনোয়ার পঞ্চায়েত (২২) ও শাহাবুদ্দিনকে (৪২)।

জানা গেছে, উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল হক হাওলাদারের একটি পরিত্যাক্ত ঘরে বুধবার রাতে ১০-১২ জন জুয়ারী জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ওই ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যাওয়ার সময় খবির হাওলাদার, আনোয়ার পঞ্চায়েত ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ওই ঘর থেকে নয় হাজার একশত নব্বই টাকা ও এক জোড়া তাস উদ্ধার করেছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, তিন জুয়াড়ীকে আদালতের মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)