কলাপাড়ায় এক লাখ চিংড়ির রেণু জব্দ
কলাপাড়ার বাবলাতলা বাজারে র্যাব-৮ ক্যাম্প ও উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে অভিযানে লক্ষাধিক বাগদা রেণু জব্দ করা হয়েছে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পটুয়াখালী র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ হাছান আলী এবং কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের নেতৃতত্বে পরিচালিত অভিযানে দুই শ’ মাটির হাড়িতে এক লক্ষ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
এদিকে, অভিযানের বিষয়টি টের পাওয়ায় পরিত্যক্ত একটি ছাপরা ঘরে রেণুগুলো ফেলে রেখে রেণু ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দ শেষে নদীতে অবমুক্ত করা রেণু’র আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলেও জানিয়েছে র্যাব।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)