পাথরঘাটায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ ৩ মাদক সেবী আটক
পাথরঘাটায় মাদক সেবন কালে উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল আহম্মেদ পঞ্চায়েত এর ছেলেসহ ৩ মাদক সেবীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৬ জুন) দ্বিবাগত রাত ৯ টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাথরঘাটা উপজেলা ভাইসচেয়ারম্যান জামাল আহম্মেদ পঞ্চায়েত এর ছেলে সাইফুল ইসলাম রিগান (২২), পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে রুবেল (১৯) ও সদর ইউনিয়নের বড়টেংরা গ্রামের মো. আনোয়ারের ছেলে ইমরান বেপারী (১৯)।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ পাথরঘাটা নিউজকে জানান, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি কয়েকটি ছেলে মাদক সেবন করছে। এমন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।
এ এম বি। পি এন