মঠবাড়িয়ায় ঊর্মি হত্যা মামলায় চার্জশিট
মুক্তিযোদ্ধার নাতনি ও সাংবাদিক কন্যা শিশু ঊর্মি হত্যার চার্জশিট (চূড়ান্ত প্রতিবেদন) সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছে থানা পুলিশ।
হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পর তদন্ত শেষে উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে ছগির আকনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন আদালতে চার্জশিট দাখিল করেন।
উত্তর বড়মাছুয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ঊর্মি। সে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি জুলফিকার আমীন সোহেলের মেয়ে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই বিকালে ঊর্মি বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)