নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৬ জুন ২০১৮

এই ছবিটি প্রতিকীবরিশাল নগরীর চৌমাথা এলাকার সিঅ্যান্ডবি রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাহামুদুল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ জুন) দুপুর ১টার দিকে নগরীর চৌমাথা এলাকার সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এ ঘটনা ঘটে।

মাহামুদুল পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরমাটিভাঙা এলাকার লিটন হাওলাদারের ছেলে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ‘হাসপাতালে আনার আগেই মাহামুদুলের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মাহামুদুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মাহামুদুলের সহকর্মী দিপু জানান, নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদের ওপর দাঁড়িয়ে মাহামুদুল কলামের লোহার ফ্রেমে তেল দিচ্ছিলো। কাজের একপর্যায়ে হঠাৎ সে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টারে দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)