বাঁচানো গেলো না আহত কলেজ ছাত্রী মিমকে
সড়ক দুর্ঘটনায় সানজিদা জাফর মিম (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
রোববার (৩ জুন) দ্বিবাগত রাত ১টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে সে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হন।
সানজিদা জাফর মিম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা গ্রামের মো. জাফর হাওলাদারের মেয়ে ও বরগুনা সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের ছাত্রী।
সানজিদা জাফর মিম এর দাদা আব্দুল মান্নান জানান, রাতের ওষুধ আনার জন্য ভাড়া বাসা থেকে মিম তার এক বান্ধবীকে সাথে নিয়ে রিকসা যোগে বাজারে যাবার সময় পিছন থেকে মটরসাইকেলে ধাক্কা দিলে দুই বান্ধবী রাস্তায় পরে যায়। সেখানে রাখা ইটের সাথে মিমের মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষনিক মিমকে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিকেল ৩টায় জানাযা শেষে ছোটপাথরঘাটা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ জুন