জনপ্রিয় অভিনেত্রী তিশার ঈদ ব্যস্ততা
মাঝে নাটকে খুব একটা দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। চলচ্চিত্রের শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন। তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন।
এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকালে’ এবং তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরীর যৌথ পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’র কাজও শেষ করেছেন তিনি।
তবে ঈদ উৎসবে এ তারকা টিভি পর্দায় উপস্থিত থাকবেন না এমনটি যেন ভাবাই যায় না। তাই রোজার আগে শুরু করেছেন ঈদ নাটকের শুটিং। এরই মধ্যে শুটিং শেষ করেছেন আবু হায়াত মাহমুদের ‘তারামনের অভিপ্রয়াণ’। একই নির্মাতার নির্দেশনায় ‘ফেয়ার প্লে’, ইমরাউল রাফাতের টেলিছবি ‘উত্তরাধিকার’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’সহ সাগর জাহানের ‘মাহিনের লাল ডায়েরি’ ছাড়াও বেশক’টি নাটকের শুটিং করেছেন তিনি।
ঈদের নাটকে কাজ করা প্রসঙ্গে তিশা বলেন, ‘অনেকদিন পর টিভি নাটকে কাজ করছি। বেশকিছু ভালো স্ক্রিপ্ট হাতে পেয়েছি বলেই কাজে ফেরা। এবারের ঈদের জন্য নির্মিত ৭ পর্বের এ ধারাবাহিক নাটকে কাজ করে ভালো লেগেছে। এছাড়া খণ্ড নাটকগুলোর গল্পও চমৎকার। নাটকগুলো দর্শকদের কাছে উপভোগ্য হবে।