৩ জেলাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার !
জাতীয়: উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু ‘শেখ হাসিনা ধরলা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ধরলা সেতুকে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরবাসীকে আমার পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে প্রদান করছি।’
রবিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘সরকারের আন্তরিকতা থাকলে যেকোনো দেশের উন্নয়ন করা সম্ভব, আমরা তা প্রমাণ করেছি। দেশের উন্নয়নে যার যে কাজের দায়িত্ব রয়েছে আপনারা সে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। বিভিন্ন অবহেলিত অঞ্চলের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।’
সেতুর উদ্বোধনকে ঘিরে ধরলার পূর্ব পাড়ের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলাসহ গোটা জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সেতুর পূর্ব পাড়ে আছিয়ার বাজার এলাকায় উদ্বোধনী ফলক স্থাপন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনসহ সমাবেশের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম এলজিইডির তত্ত্বাবধানে ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ওপর নির্মিত সম্পূর্ণ দেশীয় অর্থ ও প্রযুক্তিতে এই গার্ডার সেতুটি নির্মাণ হয়েছে। ১৯১ কোটি টাকা ব্যয়ে ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুটি উত্তারাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু।