নলছিটিতে জমি দখলের প্রতিবাদ করায় প্রতিবেশীকে ক্রসফায়ারের হুমকি
নলছিটিতে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে।
রবিবার (৩ জুন) দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মানপাশা বাজারের জাহাঙ্গীর হোসেন এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, তিন সহোদর বর্তমানে বরিশালে কর্মরত এসআই মোস্তফা হাওলাদার, লোকমান হাওলাদার ও বাকেরগঞ্জে কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মোশারফ হাওলাদার উপজেলার মানপাশা বাজারের কাছে ১৭ শতাংশ জমি কিনে প্রায় চার-পাঁচ কোটি টাকা ব্যয়ে বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন। ভবনের উভয় পাশে অভিযোগকারীর তিন শতাংশ জমি দখল করে নেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। চেয়ারম্যান আলমগীর হোসেন ওই তিন পুলিশ সহোদরকে নোটিশ করলে তারা চেয়ারম্যানের এ ধরনের নোটিশ করার এখতিয়ার নেই বলে জানান। তারা কোনো সালিসি মীমাংসায়ও বসতে রাজি হচ্ছেন না।
এ ব্যাপারে প্রতিবাদ জানালে জাহাঙ্গীর হোসেন ও তার চাচাতো ভাই সরোয়ার হোসেনকে ক্রসফায়ারে হত্যার হুমকি দিচ্ছেন ওই তিন পুলিশ কর্মকর্তা। এমনকি পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য দিয়ে অভিযোগকারীদের মামলায় জড়ানোর হুমকি প্রদান করা হয়।
এ ছাড়া পুলিশে চাকরি করে বিপুল অর্থব্যয়ে ভবন নির্মাণের উৎস্য অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুন