সাড়ে ৯ লাখ রেণু ও দুইটি ট্রাকসহ আটজন আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১ জুন ২০১৮

রেণু ও দুইটি ট্রাকসহ আটজন আটক
পটুয়াখালী প্রতিনধিঃ পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ বাগদা ও গলদা রেণু পোনা ও দুইটি ট্রাকসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড।

সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবেকুন নাহার বলেন, ট্রাকচালক, হেলপার ও শ্রমিককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা ও ট্রাক দুটি জব্দ করি। পরে লাউকাঠি ও কলাপাড়ার আন্ধার মানিক নদীতে রেণু পোনাগুলো অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ডের কন্টিনেল কমান্ডার মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টোল প্লাজা ও লেবুখালীতে অভিযান চালিয়ে রেণু পোনা আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। ট্রাক দুটি রেণু পাচারের উদ্দেশ্যে গলাচিপা ও কলাপাড়া থেকে খুলনায় দিকে যাচ্ছিল।
এ এম বি / পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)