তালতলীর বড়বগী ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষনা
গোলাম কিবরিয়া, তালতলী প্রতিনিধি
তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টায় এ বাজেট ঘোষনা করা হয়।
এতে ১ কোটি ৯০ লক্ষ ৯০ হাজার ৮শত টাকা আয় ও ১ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার ৮শত টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে ৫ লক্ষ টাকা উদ্ধৃত্ত রেখে ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়।
ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ খলিলুর রহমান। বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন অর রশিদ খান, ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান, আওয়ামীলী নেতা আলতাফ হোসেন মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু প্রমুখ। বাজেট সভায় ইউপি সদস্যবৃন্দ সহ প্রায় দুই শতাধিক জনসাধারন উপস্থিত ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মে