তমা মির্জার লাভ স্টোরি
চিত্রনায়িকা তমা মির্জা চলচ্চিত্রে অভিনয়েই ব্যস্ত থাকেন বছরজুড়ে। বিশেষ দিবস এলে ছোটপর্দার জন্য কাজ করেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘এ লাভ স্টোরি’। এটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। তমার বিপরীতে আছেন জোভান।
ঈদে একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে। তমা মির্জা বলেন, ভীষণ মিষ্টি একটি প্রেমের গল্পের নাটক। যেহেতু আমি ছোট পর্দায় কম কাজ করি, তাই ভালো গল্পের প্রতি আমার লোভ থাকে। এটি তেমনই গল্প। জোভান বলেন, গল্পটা সত্যিই একটু অন্যরকম। তমার সঙ্গে অভিনয় করেও ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)