মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না?

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ৩০ মে ২০১৮

---
আগামী পাঁচ বছর জাতীয় সরকার গঠনের দাবি জানানোয় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বি. চৌধুরীকে ‘বদু কাকা’ সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বদু কাকাকে সঙ্গে নিয়ে ভোটের নামে প্রহসন করেছিলেন। তিনি কি জিয়ার আমলে প্রেসিডেন্ট নির্বাচন ও ৭৯ সালের নির্বাচনের কথা ভুলে গেছেন? অবশ্য তাকেও বেশি দিন রাখেননি খালেদা জিয়া। বিদায় নিতে হয়েছে। এখন সব ভুলে গিয়ে তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। আসলে একটা কথা আছে না, ‘মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না?’

৩০ মে বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে দলটির সভাপতি বি. চৌধুরী বলেন, আগামী পাঁচ বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করতে হবে। ওই সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে সংঘাত করে। আর এর ফল ভোগ করে দেশের জনগণ। এই জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। এমন লোক দেশের নেতৃত্বে থাকবে যারা দেশের জন্য, জনগণের জন্য, মানুষের অধিকারের জন্য কাজ করবে।

সরকারের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি আরও বলেছিলেন, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আপনি ৫ জানুয়ারির মতো নির্বাচন করবেন, অথবা খুলনা মার্কা নির্বাচন করবেন সেটি হবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আগামী পাঁচ বছরের জন্য জাতীয় সরকার গঠন করা হোক বি. চৌধুরীর এমন প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী কী মনে করছেন?

আজকালের খবরের সাংবাদিক হাবিবুর রহমানের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বদু কাকা কি ভুলে গেছেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি তার সঙ্গে থেকে কি নির্বাচন করেছিলেন? সে নির্বাচন ব্যবস্থা কী রকম ছিল? তখন তো তিনি বিএনপির ভোটচুরির সঙ্গী ছিলেন। নির্বাচন হবে সংবিধান অনুসারে। ভোট চোরদের কাছ থেকে শিখতে হবে না কীভাবে নির্বাচন হবে। কারণ নির্বাচনের আধুনিকায়ন করেছে আমাদের আওয়ামী লীগ সরকার।

বি. চৌধুরী কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভালো কথা, বি. চৌধুরী খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। কিন্তু কার কাছে মুক্তি চান? আমার কাছে মুক্তি চেয়ে লাভ কী? আমি কি তাকে কারাগারে পাঠিয়েছি? এতিমের টাকা চুরির দায়ে আদালত তাকে সাজা দিয়েছেন, সেখানে যান। আমার কাছে মুক্তি চেয়ে লাভ নেই।

ছোট ছোট দলগুলোর যুক্তফ্রন্ট গঠনের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিন্দু বিন্দু পানি থেকে সিন্ধুর সৃষ্টি হয়। তারা চেষ্টা করুক, যদি দেশের মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে ভালো কথা। তবে আমরা মানুষ হত্যাকারী, এতিমের টাকা চুরি করা বিএনপি আর ক্ষমতায় আসুক সেটি চাই না। তবে এটিও মনে রাখবেন জিরো জিরো সমান কিন্তু জিরো-ই হয় সেটি ভুলে গেলে চলবে না।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)