4G জন্য টাকা নেয়া অযৌক্তিক

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

নেটওয়ার্ক
অনলাইন ডেস্কঃ ফোরজি সেবা জনগণের কাছে পোঁছে দিতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এর জন্য গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে টাকা নেয়া অযৌক্তিক।

সোমবার রাতে ঢাকা ক্লাবে ফোরজির লাইসেন্স হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনাদের কাছ থেকে টাকা দিয়ে জনগণ সেবা কেনে। তাই আপনারা চেষ্টা করবেন যাতে জনগণ প্রকৃত সেবা পায়।

থ্রিজি থেকে ফোরজি তে যেতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া ঠিক হবে না এমন দাবি করে তিনি বলেন, এটা অযৌক্তিক। মোবাইল অপারেটরদের বলবো আপনারা এটা করবেন না।
সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়। এরপরপরই গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোন ফোর জি সেবা দেয়া শুরু করেছে। বাংলালিকও এ সেবা চালু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)