সৌদিতে নারীদের যৌন হয়রানী রোধে খসড়া আইন পাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ মে ২০১৮

যৌন হয়রানী রোধে খসড়া আইন পাশনারী মানবাধিকার কর্মীদের আটকের পাশাপাশি সৌদি আরবে নারীদের যৌন হয়রানী রোধে খসড়া আইন পাশ হয়েছে। সৌদি সূরা পরিষদ এ খসড়া আইন অনুমোদন করে গত সোমবার। সৌদি সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

এ খসড়া আইনে যৌন হয়রানির ক্ষেত্রে ৫ বছর জেল ও ৩ লাখ রিয়াল জরিমানার বিধি থাকছে। বাদশাহ সালমান গত বছর এ আইন করার জন্যে নির্দেশ দেন।

২০১৪ সালে এক জরিপে দেখা যায়, সৌদি আরবে ৭৮ ভাগ নারী যৌন হয়রানির শিকার। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা নারী গৃহশ্রমিকরাও হরহামেশা এধরনের যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হন। যা সৌদি সমাজের জন্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে এবং তা ইসলামের আদর্শের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। নারীদের সঙ্গে এধরনের আচরণ আন্তর্জাতিক বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি বিনষ্ট করছে। (সূত্রঃ আরাবিয়া ইউকে)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)