সরকারি হলো পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়
বেসরকারি আরও ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪০৩টিতে।
প্রজ্ঞাপনে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে এম মডেল বিদ্যালয়কেও সরকারিকরণ করা হয়। ২৮ মে,২০১৮ তারিখ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়। তার মধ্যে ১৬ নম্বরে রয়েছে পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়।
সরকার ২০১৬ সনের ১৩ জুলাই বিদ্যালয়টি সরকারি করার প্রাথমিক কাজ হাতে নেয় এবং ২০১৮ সনের ২৮ মে প্রজ্ঞাপন ও গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পাথরঘাটা সরকারি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের।
সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের।
এন এ এস/ পিএন