ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৯ মে ২০১৮

বাল্যবিয়ে বন্ধকলাপাড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দশম শ্রেণির এক শিক্ষার্থী্র বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে।

সোমবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের পলাশ হাওলাদারের মেয়ে ফারজানার বিয়ের সকল প্রস্তুতি চলছিল। সে ভাবেই চলছিল সব আয়োজন।

বর পক্ষ ও মেয়ে পক্ষ সবাই এসেছিল কলেমায় অংশ নিতে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান ওই ইউনিয়ন পরিষদের চেয়্যারমানকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। আর এ নির্দেশ পেয়ে চেয়্যারমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের শানু মুন্সীর ছেলে এনামুলের সাথে দশম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী ফারজানার বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। সে ধানখালী এম.ইউ.মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, বাল্যবিবাহ আইনত অপরাধ জেনেও কনে ও বর পক্ষ বিয়ের আয়োজন করায় নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ওই বিবাহ বন্ধ করার নির্দেশ দেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)