মঠবাড়িয়ায় মাদক বিক্রেতার পাঁচ বছরের কারাদণ্ড
পিরোজপুরে রাসেল মৃধা (২৯) নামের এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল মৃধা মঠবাড়িয়া উপজেলার পূর্ব রাজপাড়ার আফজাল মৃধার ছেলে। তিনি বর্তমানে পলাতক।
মামলার অপর দুই আসামি মহিন উদ্দিন ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে পুলিশ তল্লাশি চালায়। ওই পথ দিয়ে একটি মোটরসাইকেলে রাসেল মৃধা, মহিন উদ্দিন ও দেলোয়ার হোসেন যাওয়ার সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে। ওই সময় পুলিশ রাসেল মৃধার প্যান্টের পকেটে ৩০০পিস ইয়াবা পাওয়ায় ওই তিনজনকেই আটক করে।
পরে মঠবাড়িয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। একপর্যায়ে জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেছেন রাসেল। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার তৎকালীন এসআই আল মামুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও তথ্য যাচাই করে মঙ্গলবার এ রায় দেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ মে