পাথরঘাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সতর্কতা
পাথরঘাটা নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার দিনব্যাপী পাথরঘাটা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বাজার অব্যবস্থাপনা ওজনে কারচুপি খাদ্যে ভেজাল ও কেমিক্যাল মিশ্রণসহ নানা অনিয়মের জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮৯০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির। সকাল থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ আদালতে শহরের সকল ব্যবসা-প্রতিষ্ঠান ঘুরে ঘুরে সঠিকভাবে মালামাল বিক্রি ও ন্যায্যমূল্য ঠিক রাখতে এই অভিযান পরিচালিত হয় এবং সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন যাতে কেহ অনিয়ম ও অসাধুতা অবলম্বন না করে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)