মঠবা‌ড়িয়ায় পু‌লি‌শের সা‌থে বন্দুকযু‌দ্ধে নিহত ১।। ৬ পুলিশ আহত

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৮ মে ২০১৮

---
পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে  মিজানুর রহমান সরদার (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।নিহত মিজানুর রহমান সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের লাল মিয়া সরদারের ছেলে।সে কুখ্যাত মাদক ব্যবসায়ী বলেও জানা গেছে।

২৭ মে রোববার দিবাগত গভীর রাত দিকে উপ‌জেলার বড় মাছুয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। এসময় মঠবা‌ড়িয়া থানার ও‌সি (তদন্ত) মাজহারুল আ‌মিন গু‌লি‌বিদ্ধ সহ ৬ পু‌লিশ আহত হ‌য়ে‌ছেন।

মঠবাড়িয়া থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, রোববার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রাত পৌনে দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় বাকি ডাকাত সদস্যরারা পালিয়ে যায়।

গোলাগুলিতে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন, উপপরিদর্শক নজরুল ইসলাম, তসলিমুর রহমান ও নূর আমিন, সহকারী উপ পরিদর্শক ইয়ার আলী ও আবুল হাসান আহত হন। মাজহারুল আমিনের বাঁ হাতে গুলি লাগে।আহত পুলিশ সদস্য‌দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, ৫৫ পিচ ইয়াবা বড়ি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। মিজানুর রহমানের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের ছয়টি মামলা রয়েছে।

এন এ এস/পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)