একসঙ্গে রোমান্টিক ভাবে দেখা যাবে ইমন-পূর্ণিমাকে

সাকিব আল-আরজু
সাকিব আল-আরজু, প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৭ মে ২০১৮

পূর্ণিমা
প্রতিবারের মতো এবারের ঈদেও বিভিন্ন আয়োজনে সেজেছে টিভি পর্দা। বিশেষ করে ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের দম ফেলারও সময় নেই। কেউ একক নাটক, কেউ আবার জুটি বেঁধে হাজির হবেন দর্শকদের সামনে। তারই ধারাবাহিকতায় ঈদের বিশেষ টেলিফিল্মে জুটি বেঁধেছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা পূর্ণিমা। রোমান্টিক এই টেলিছবির নাম

‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’।

রাজধানীর উত্তরার একটি বাড়িতে গতকাল থেকে চলছে টেলিফিল্মটির শুটিং। এটি রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদেই চ্যানেলে আইতে এই টেলিছবিটি প্রচার করা হবে।

নাটকটির প্রসঙ্গে ইমন বলেন, ‘ঈদের নাটক বা টেলিছবির গল্পগুলো পছন্দ হলেই অভিনয় করার চেষ্টা করি। সেই জায়গা থেকে এটার গল্পটা ভালো লেগেছে। রোমান্টিক একটা গল্প।’

পূর্ণিমার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর পূর্ণিমা এর আগেও একসাথে কাজ করেছি নাটক ও চলচ্চিত্রে। সেগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি এবারও ভালো কিছুই হবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)