বরগুনায় মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বরগুনা সদর উপজেলায় ছগির খান নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ মে) সকাল ৭ টার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছগির খান সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে গোলাগুলির শব্দে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এসময় তারা থানায় ফোন করলে পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল একটি লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, মাদক বিক্রেতাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই হয়ত এ ঘটনা ঘটেছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)