তালতলীতে জমি আত্মসাতের বিরুদ্ধে হাইকোর্টে রুল
তালতলী প্রতিনিধি
তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সরকারী ১নং খাস খতিয়ানের কৃষি খাস জমি জাল জালিয়াতির মাাধ্যমে বিক্রি করার অভিযোগে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। উক্ত এলাকার কিছু ভূমিদস্যু জাল জালিয়াতির মাধ্যমে জমি বিক্রি করায় উপজেলার আলী আজিম ফরাজী নামের এক ব্যক্তি গত ২২ মে বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দায়ের করেন।
জানাগেছে উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়নের সরকারি ১নং খাস খতিয়ানের কৃষি খাস জমি কিছুসংখ্যক ভূমিদস্যু জাল জালিয়াতির মাধ্যমে আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানীর কাছে বিক্রিকরে আসছে। এই সরকারি খাস জমি হতদরিদ্র ভূমিহীন গরীব কৃষকের মাঝে বিতরন করার কথা খাকলেও অজ্ঞাত কারনে তা বিতরন করা হচ্ছে না। এই জমি হতদরিদ্র মাঝে বিতরন করার দাবিতে এবং কতিপয় ভুমিদস্যুদের মাধ্যমে জাল জালিয়াতির বিরুদ্বে কয়েকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বার বার অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যাইনি। অবশেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দায়ের করা হয়। যার নং৬৮৬০/১৮ বিজ্ঞ আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে শোকজ করেছে।
মামলাটি পরিচালনা করেন আ্যডভোকেট সাইফুর রহমান ও আ্যডভোকেট নুরুল হুদা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে