বামনায় স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা
স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী জামিনে মুক্তি পাওয়ায় আদালত প্রাঙ্গণে স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী হারুন অর রশিদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ মে) বেলা ১২টায় বরগুনা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনাটি ঘটেছে। আদালতে দায়িত্বরত পুলিশ স্ত্রী ও কন্যাকে উদ্ধার করেছে।
জানা যায়, জেলার বামনা উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের আবদুল লতিফ হাওলাদারের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ওই আদালতে ১০ এপ্রিল স্ত্রী রাহিমার বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন। হারুন মামলায় অভিযোগ করেন, তার স্ত্রী রাহিমা ৫ এপ্রিল তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেই মামলায় রাহিমা বেগম তার আইনজীবীর মাধ্যমে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। রাহিমা ও তার কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতি আদালত প্রাঙ্গণ থেকে বের হলে বাসায় রওনা হওয়ার সময় স্বামী হারুন অর রশিদ ক্ষিপ্ত হয়ে স্ত্রী রাহিমাকে কিল-ঘুষি মারেন। মাকে রক্ষা করতে কন্যা জান্নাতি এগিয়ে গেলে তাকেও হারুন অর রশিদ কিলঘুষি মারেন।
হারুনের স্ত্রী রাহিমা বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন সৌদি আরব ছিল। দেশে এসে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
হারুন বলেন, আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে