মান্নাকে স্মরণ করি সব সময়ঃ চিত্রনায়িকা চম্পা।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৪ মে ২০১৮

চম্পা
আমার চেনা মান্না ছিল সহজ সরল ও সোজা একটা ছেলে। মান্নার মৃত্যুবাষিকী উপলক্ষে এভাবেই বলছিলেন চিত্রনায়িকা চম্পা।

২০০৮ সালে মারা যান চিত্রনায়ক মান্না। আমৃত্যূ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক ছিলেন তিনি। আশির দশকের গোড়ায় নতুন মুখের সন্ধানের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। নব্বইয়ের দশকে এসে জনপ্রিয়তার তুঙ্গে পৌছান। মূলত রাজনৈতিক ও সামাজিক অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে নিজেকে আলাদা করেন তিনি।

জনপ্রিয়তার শুরুর দিকে নায়িকা হিসেবে মান্না পেয়েছিলেন চম্পাকে। এই জুটি অনেক সুপার হিট ছবি উপহার দেয়। মান্নাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা চম্পা।

ঢালিউডে মান্নার শূন্যতা প্রসঙ্গে চম্পা বলেন, ‘মান্নার জায়গা পূরণ হবার নয়। শিল্পকে ভালবাসার কারণেই সে এমন একটি জায়গায় আসতে পেরেছিলো। কারণ ফিল্ম অনেক কঠিন একটি জায়গা। এখানে যে যার হাত ধরেই আসুক নিজের যোগ্যতা ছাড়া থাকতে পারে না। মান্নার একটি শিল্প মন ছিল, তার কথা মনে হলে আমার এই কথাটিই মনে হয় বারবার। সে কর্মক্ষেত্রসহ সব জায়গায় তার প্রমাণ দিয়েছে। অনেক সচেতনও ছিলেন তিনি। এমন আজকাল আর চোখে পড়েনা।’

শুরুর দিকে মান্নাকে কেমন দেখেছিলেন- এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘আমার চেনা মান্না ছিল সহজ সরল ও সোজা একটা ছেলে। শেষ সময়ে ওর সঙ্গে আমার একটি গ্যাপ হয়ে গিয়েছিলো। সেটা বাইরের কোন মানুষের ইন্ধনে হয়তো। ব্যক্তিগতভাবে মান্নার চেয়ে ওর বউ শেলীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। পারবারিক একটি সম্পর্কের মতো। হয়তো খুব বেশি যাওয়া হতো না তাদের বাড়িতে।’

তিনি আরো বলেন, ‘অন্যান্য কো-আর্টিস্টদের সঙ্গেও তার মনোভাব ছিল সহযোগীতাপূর্ণ। ভালো মন্দ সব মিলিয়েই মানুষ। নয়টা বছর কেটে গেলো সে মারা গেছে কিন্তু আমার মনে হয় এইতো সেদিন। এতদিন হয়ে গেলো মনেও হয় না। তার মৃত্যূতে ইন্ডাস্ট্রিতে যে গ্যাপ হলো তা আর পূরণ হওয়ার নয়। শেষ দিকে সে প্রডিউসারও হয়েছিলো। ভালো ভালো ছবি সে নিশ্চয়ই তৈরি করতো। তা থেকেও দর্শক বঞ্চিত হলো। শেষ যে ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলাম তখন সে বলেছিলো ‘ম্যাডাম, আপনাকে নিয়ে অনেকদিন ছবি করা হয়না। দেখি আপনাকে নিয়ে কাজ করবো।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)