দর্শকপ্রিয় অভিনেত্রী চম্পা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৪ মে ২০১৮

চম্পা
চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী চম্পা পদ্মা নদীর বিবর্তন নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’-এ অভিনয় করছেন। সমপ্রতি রাজশাহীর পদ্মা তীরে এ চলচ্চিত্রের প্রথম ভাগের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আর রাজশাহী থেকে ঢাকা ফিরেই তিনি ঈদের জন্য নির্মিত কয়েকটি নতুন অনুষ্ঠানে অতিথি হিসেবে কাজ করেছেন বলে জানালেন।

চম্পা বলেন, ঈদের বেশকিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে কাজ করলাম। এরমধ্যে এটিএন বাংলার জন্য ‘স্টার ক্যানভাস’-এর অনুষ্ঠানটি করে বেশ ভালো লেগেছে। এ অনুষ্ঠানে থাকছে ছোট ছোট সব সেগমেন্ট।
অ্যানির উপস্থাপনা ও আমার আলাপচারিতায় উঠে আসবে নানান তথ্য। আর আগামী শনিবার আরটিভির জন্য একটি অনুষ্ঠানে প্রথমবার আমি ও আমার মেয়ে অতিথি হিসেবে হাজির হবো। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শম্পা রেজা। সবমিলে আশা করি, ঈদে দর্শকরা এ অনুষ্ঠানগুলো বেশ উপভোগ করবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)