তালতলীতে উপজেলা পরিষদের বাজেট ঘোষনা
তালতলী প্রতিনিধি:
তালতলী উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (২৩ মে) বিকালে বাজেট ঘোষনা করা হয়।
এতে ২ কোটি ৬৮ লক্ষ ৪২ হাজার ৮২৪ টাকা আয় ও ২ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজার ১১২ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে ৪ লক্ষ ৭৯ হাজার ৭১২ টাকা উদ্ধৃত্ত রেখে ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়।
উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু।
বাজেট উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী এস.এম তৈয়বুর রহমান।
বাজেট অধিবেশন সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার, জেলা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা আক্তার, প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক, সাংবাদিক গোলাম কিবরিয়া ও জসিম উদ্দিন প্রমুখ।
বাজেট সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মে