বাঁধনের পরিবর্তে ‘দহনে এবার পূর্ণিমা
সিয়াম, পূজা চেরির সঙ্গে লাক্স তারকা বাঁধনকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো ‘দহন’ ছবি নির্মাণের। রায়হান রাফি পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে শিগগিরই। কিন্তু গতকাল মঙ্গলবার জানা গেল, ছবিটিতে থাকছেন না অভিনেত্রী বাঁধন।
তখন থেকেই আলোচনায় ছিলো বাঁধনের পরিবর্তে কে আসছেন ‘দহন’-এ। জাজ মাল্টিমিডিয়া ,এখনই কিছু বলতে নারাজ। পরিচালকও মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে গুঞ্জনে ভাসছে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। জাজ চাইছে ‘দহন’ দিয়েই পূর্ণিমাকে তাদের ঘরে ভিড়াতে।
চিত্রনায়িকা পূর্ণিমাও সেই আভাসই দিলেন জাগো নিউজকে। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে কথা হয়েছে। ছবিটির গল্প ও আমার নিজের চরিত্রটি ভালো লেগেছে। আজিজ ভাই (জাজের কর্ণধার) দেশের বাইরে যাবে। তিনি দেশে ফিরলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
‘দহন’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। আরও থাকছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই ছবিতে কাজের মাধ্যমেই দীর্ঘদিন পর ঢালিউডে ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এখানে তাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।