আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবেদন ৮ জুলাই
বেসরকারি টেলিভিশনে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এই দিন ধার্য করেন।
ওই আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল আজ। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর মুন্সীবাড়ির দ্বিতীয় তলায় গলা কেটে হত্যা করা হয় মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে। এ ঘটনার পরের দিন তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র মতো ইসলামবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।